জীবিতকালেই কিংবদন্তি হয়ে ওঠা লেখক স্টিফেন কিং-এর জন্ম ১৯৪৭ সালে আমেরিকার পাের্টল্যান্ড রাজ্যের মেইন শহরে। বয়স যখন মাত্র দু-বছর তখনই তার বাবা তাদের ছেড়ে চলে যায়, ফলে প্রচণ্ড দারিদ্রের মধ্যে বেড়ে ওঠেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি-সাহিত্যে ডিগ্রি নেবার পর হাইস্কুলের শিক্ষক হিসেবে কিছুদিন কাজ করেছেন। ১৯৭৪ সালে তার প্রথম উপন্যাস ক্যারি প্রকাশিত হলে আর পেছন ফিরে তাকাতে হয়নি। রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান তার ‘ডিফারেন্ট সিজন’ নামের একটি গল্পসঙ্কলনে নভেলা হিসেবে প্রকাশিত হয়। ছােট পরিসরের হলেও এই নভেলাটি কিং-এর উল্লেখযােগ্য একটি কাজ। ১৯৯৪ সালে এই নভেলাটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হলে সেটা সর্বকালের অ ...
বিস্তারিত দেখুন
জীবিতকালেই কিংবদন্তি হয়ে ওঠা লেখক স্টিফেন কিং-এর জন্ম ১৯৪৭ সালে আমেরিকার পাের্টল্যান্ড রাজ্যের মেইন শহরে। বয়স যখন মাত্র দু-বছর তখনই তার বাবা তাদের ছেড়ে চলে যায়, ফলে প্রচণ্ড দারিদ্রের মধ্যে বেড়ে ওঠেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি-সাহিত্যে ডিগ্রি নেবার পর হাইস্কুলের শিক্ষক হিসেবে কিছুদিন কাজ করেছেন। ১৯৭৪ সালে তার প্রথম উপন্যাস ক্যারি প্রকাশিত হলে আর পেছন ফিরে তাকাতে হয়নি। রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান তার ‘ডিফারেন্ট সিজন’ নামের একটি গল্পসঙ্কলনে নভেলা হিসেবে প্রকাশিত হয়। ছােট পরিসরের হলেও এই নভেলাটি কিং-এর উল্লেখযােগ্য একটি কাজ। ১৯৯৪ সালে এই নভেলাটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হলে সেটা সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। অসংখ্য পুরস্কারে ভূষিত স্টিফেন কিংকে ২০০৩ সালে আমেরিকার ন্যাশনাল বুক ফাউন্ডেশন বিশেষভাবে সম্মানিত করা হয়। তার দুই ছেলেও লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিশেষ করে জো হিল বর্তমান সময়ে বেশ ভালাে কিছু উপন্যাস উপহার দিয়েছেন। এ বয়সেও একের পর এক বেস্টসেলার উপহার দিয়ে যাচ্ছেন স্টিফেন কিং।