ড. শামসুল আলম সাঈদ (জন্ম ১৯৪০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনা শেষে এখন অবসর এবং লেখালেখিতে; তবে শয্যাগ্রস্ত হয়ে স্থবির হয়েছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : চর্যাপদ : তাত্ত্বিক সমীক্ষা, উপন্যাসে জীবনবোধ ও মূল্যবোধ, হাফিজ ও বিস্ময়কর দিওয়ান, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথের মুসলমান চিন্তা ইত্যাদি।
...
ড. শামসুল আলম সাঈদ (জন্ম ১৯৪০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি করেন। দীর্ঘদিন অধ্যাপনা শেষে এখন অবসর এবং লেখালেখিতে; তবে শয্যাগ্রস্ত হয়ে স্থবির হয়েছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ : চর্যাপদ : তাত্ত্বিক সমীক্ষা, উপন্যাসে জীবনবোধ ও মূল্যবোধ, হাফিজ ও বিস্ময়কর দিওয়ান, ওমর খৈয়াম, রবীন্দ্রনাথের মুসলমান চিন্তা ইত্যাদি।