শাকিল আহমেদ। ১৯৮৬ সালের ১৫ নভেম্বর, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চড়াইকোল গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা ব্যবসা ও কৃষিকাজ দুটোই করে থাকেন। মা গৃহিনী। তিন ভাই-বােনের মধ্যে সবার বড় শাকিলের জীবনের প্রথম ৮ বছর কেটেছে থানা শহরে অবস্থিত নানা বাড়ীতে। পরবর্তী ১০ বছর ছিলেন চড়াইকোল গ্রামের দাদা বাড়ীতে। ছােটবেলা থেকেই মেধাবী শাকিল পড়াশুনা করেছেন কুমারখালীর জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাউদ্দীন আহমেদ হাইস্কুল ও কুমারখালী ডিগ্রী কলেজে। গ্রাম, থানা ও জেলা শহর। ছাড়িয়ে উচ্চতর লেখা পড়া আর জীবনকে এগিয়ে নিতে ২০০৪ সালে তিনি আসেন রাজধানী ঢাকাতে।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি তিতুম� ...
বিস্তারিত দেখুন
শাকিল আহমেদ। ১৯৮৬ সালের ১৫ নভেম্বর, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চড়াইকোল গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা ব্যবসা ও কৃষিকাজ দুটোই করে থাকেন। মা গৃহিনী। তিন ভাই-বােনের মধ্যে সবার বড় শাকিলের জীবনের প্রথম ৮ বছর কেটেছে থানা শহরে অবস্থিত নানা বাড়ীতে। পরবর্তী ১০ বছর ছিলেন চড়াইকোল গ্রামের দাদা বাড়ীতে। ছােটবেলা থেকেই মেধাবী শাকিল পড়াশুনা করেছেন কুমারখালীর জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাউদ্দীন আহমেদ হাইস্কুল ও কুমারখালী ডিগ্রী কলেজে। গ্রাম, থানা ও জেলা শহর। ছাড়িয়ে উচ্চতর লেখা পড়া আর জীবনকে এগিয়ে নিতে ২০০৪ সালে তিনি আসেন রাজধানী ঢাকাতে।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি তিতুমীর কলেজ থেকে ২০০৮ সালে অনার্স ও ২০০৯ সালে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ছােটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে শাকিলের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গ্রামীন বিতর্ক প্রতিযােগিতা, কুমারখালী থানা আন্ত:কলেজ বিতর্ক প্রতিযােগিতাও তিতুমীর কলেজ আয়ােজিত বিতর্ক প্রতিযােগিতায়। শাকিল আহমেদ একাধিক বার চ্যাম্পিয়ন হবার খ্যাতি অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে অবস্থিত চারুকণ্ঠ আবৃত্তি সংসদের সদস্য হিসেবে নিয়মিত আবৃত্তি চর্চা এবং অঙ্গীকার নাট্য দলের সদস্য হিসেবে একাধিক মঞ্চনাটকে অভিনয় করেন। তিনি ২০০৮ সাল থেকে বাংলাদেশ বেতারে প্রচারিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক বিভিন্ন সংবাদ ও অনুষ্ঠান। নিয়মিত ভাবে উপস্থাপনা করে থাকেন। শাকিল আহমেদ ২০১২ সালের শুরুর দিকে বেসরকারি প্রতিষ্ঠান এবিসি রেডিও এফএম ৮৯.২-এ একজন রেডিও কর্মী হিসেবে যােগদান করেন। সাবলীলভাবে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তিনি বাস্তবিক জীবনধর্মী রেডিও অনুষ্ঠান হ্যালাে ৮৯২০, যাহা বলিব সত্য বলিব, ডর, হৃদয় নার্সিং হােম সহ অন্যান্য নিয়মিত অনুষ্ঠানে কাজ করেন। সেই সময়ে জনপ্রিয় এই প্রােগ্রাম গুলাে একাধিক পুরষ্কার প্রাপ্তি সহ শ্রোতাদের প্রশংসা অর্জনে সমর্থ হয়। অত:পর ২০১৪ সালের শেষের দিকে তিনি বেসরকারি প্রতিষ্ঠান রেডিও স্বাধীন ৯২.৪ এফএমে যােগ দিয়ে ৫ বছরেরও বেশী সময়। ধরে দৃঢ়তার সাথে বিভিন্ন অনুষ্ঠান প্রযােজনা ও উপস্থাপনা করে চলেছেন। তিনি ইউনিসেফ বাংলাদেশ প্রদত্ত, মীনা মিডিয়া এ্যাওয়ার্ডের ক্রিয়েটিভ ওয়ার্ক ইন রেডিও ক্যাটাগরিতে ২০১৭ ও ২০১৮ সালে টানা দুই বারের চ্যাম্পিয়ন। এছাড়াও তিনি ২০১৫ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রদত্ত গার্ল পাওয়ার। এ্যাওয়ার্ডের থিমেটিক ক্যাটাগরিতে বিজয়ী হন। বর্তমানে মায়ের গল্প অনুষ্ঠানের পাশাপাশি ‘তুমি বলাে আমরা শুনছি, উড়াধুরা ভালবাসা, রাইজ আপ ফর উইমেন সহ বেশ কয়েকটি প্রকল্পে কার্যরত শাকিল আহমেদের স্বপ্ন নিজেকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রতিষ্ঠা করা।