সানজিদা মুস্তাফিজ ১৯৮৫ সালের ২ ফেব্রুয়ারি ভােলা জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে ভােলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে মাধ্যমিক এবং ২০০২ সালে ভােলা সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজ হতে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থানসহ স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল (অনুষদ)-এর ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটিতে সহকারী গবেষক পদে কর্ম� ...
বিস্তারিত দেখুন
সানজিদা মুস্তাফিজ ১৯৮৫ সালের ২ ফেব্রুয়ারি ভােলা জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে ভােলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে মাধ্যমিক এবং ২০০২ সালে ভােলা সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজ হতে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থানসহ স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল (অনুষদ)-এর ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটিতে সহকারী গবেষক পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতি', ‘বাংলাদেশ ইতিহাস পরিষদ’, ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’, ‘ইতিহাস একাডেমী ঢাকা’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই এসােসিয়েশন’-এর আজীবন সদস্য। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ হলাে: ‘ইতিহাস পরিচিত, ‘জনচেতনায় গণহত্যা ৭১'।