ডক্টর অতুল সুর প্রখ্যাত নতত্ত্ববিদ, ইতিহাসবিদ ও সমাজ-বিজ্ঞানী বিদ্বৎ সমাজে দুর্ধর্ষ পণ্ডিতরপে আখ্যাত। বয়স ৯২ বৎসর রচিত গ্রন্থ সংখ্যা ১৫৪। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও অধ্যাপক প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি ও ‘নতত্ত্ব বিষয়ে এম. এ. পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে সবর্ণ পদক ও পুরস্কার পেয়েছিলেন। অর্থনীতিতে সপ্রশংশ ডি,এস সি উপাধি পেয়েছেন। দশ বৎসর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছেন। লেখক পশ্চিম বঙ্গ সরকারের 'রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। মধসদন ও রামমোহন পরকায় পেয়েছেন। নিখিল ভারত বল সাহিত্য সম্মেলন থেকে সুশীলাদেবী বিড়লা পুরস্কার পেয়েছেন। প্রচ্ছদ প্রবীর সেন
...
ডক্টর অতুল সুর প্রখ্যাত নতত্ত্ববিদ, ইতিহাসবিদ ও সমাজ-বিজ্ঞানী বিদ্বৎ সমাজে দুর্ধর্ষ পণ্ডিতরপে আখ্যাত। বয়স ৯২ বৎসর রচিত গ্রন্থ সংখ্যা ১৫৪। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও অধ্যাপক প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি ও ‘নতত্ত্ব বিষয়ে এম. এ. পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে সবর্ণ পদক ও পুরস্কার পেয়েছিলেন। অর্থনীতিতে সপ্রশংশ ডি,এস সি উপাধি পেয়েছেন। দশ বৎসর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছেন। লেখক পশ্চিম বঙ্গ সরকারের 'রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। মধসদন ও রামমোহন পরকায় পেয়েছেন। নিখিল ভারত বল সাহিত্য সম্মেলন থেকে সুশীলাদেবী বিড়লা পুরস্কার পেয়েছেন। প্রচ্ছদ প্রবীর সেন