সুদীর্ঘ ও সমৃদ্ধ রাজনৈতিক জীবনের অধিকারী একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। সংস্কৃতিমনষ্ক, উদার, প্রজ্ঞাবান, বাগী, স্পষ্টবাদী, ত্যাগী ও নিষ্ঠাবান স্বাপ্নিক, ছাত্রনেতা, মুক্তিযােদ্ধা, কথক, সাংবাদিক, মন্ত্রী, সংগঠক, রাজবন্দি, অনুবাদক সর্বোপরি লেখক ও সত্যকথক। উল্লেখিত প্রত্যেকটি পরিচয়ই তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমাদের সমকালে খুব কম ব্যক্তি-মনীষাই এমন বহুমুখী সম্পূরক পরিচয়ের অধিকারী। যাঁরা। বলেন বেশি, তাঁরা লেখেন কম, এদিক থেকেও তিনি ব্যতিক্রম। গুণে-মানে ও পরিমাণে তাঁর রচনা মােটেও অকিঞ্চিৎকর নয়।
মাধ্যমিকে প্রথম বিভাগ ও উচ্চমাধ্যমিকে মেধা তালিকায়, সর্বশেষ ঢাকা বিশ্ববদ্যালয় থেকে রাষ্ট্র� ...
বিস্তারিত দেখুন
সুদীর্ঘ ও সমৃদ্ধ রাজনৈতিক জীবনের অধিকারী একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। সংস্কৃতিমনষ্ক, উদার, প্রজ্ঞাবান, বাগী, স্পষ্টবাদী, ত্যাগী ও নিষ্ঠাবান স্বাপ্নিক, ছাত্রনেতা, মুক্তিযােদ্ধা, কথক, সাংবাদিক, মন্ত্রী, সংগঠক, রাজবন্দি, অনুবাদক সর্বোপরি লেখক ও সত্যকথক। উল্লেখিত প্রত্যেকটি পরিচয়ই তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমাদের সমকালে খুব কম ব্যক্তি-মনীষাই এমন বহুমুখী সম্পূরক পরিচয়ের অধিকারী। যাঁরা। বলেন বেশি, তাঁরা লেখেন কম, এদিক থেকেও তিনি ব্যতিক্রম। গুণে-মানে ও পরিমাণে তাঁর রচনা মােটেও অকিঞ্চিৎকর নয়।
মাধ্যমিকে প্রথম বিভাগ ও উচ্চমাধ্যমিকে মেধা তালিকায়, সর্বশেষ ঢাকা বিশ্ববদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এবং জাতীয় সংসদ সদস্য