মহাশ্বেতা দেবীর জন্ম ১৪ই জানুয়ারি, ১৯২৬, ঢাকায়। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। আদিবাসীদের নিয়েও অনেক কাজ করেছেন; I লিখেছেন প্রচুর বই। আদিবাসীদের কাজের জন্য তিনি বিখ্যাত। এজন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছেন। তার শতাধিক বইয়ের মধ্যে হাজার চুরাশির মা অন্যতম। মহাশ্বেতা দেবী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন। তাঁর উল্লেখযােগ্য লেখনীসম্ভার থেকে বাংলাপ্রকাশ প্রকাশ করেছে কিশােরসমগ্র ও প্রেমের গল্প। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন সার্ক সাহিত্য পুরস্কার (২০০৭), পদ্মবিভূষণ (২০০৬) ও র্যামন ম্যাগসেসে (১৯৯৭) পুরস্কার। উল্লেখযােগ্� ...
বিস্তারিত দেখুন
মহাশ্বেতা দেবীর জন্ম ১৪ই জানুয়ারি, ১৯২৬, ঢাকায়। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। আদিবাসীদের নিয়েও অনেক কাজ করেছেন; I লিখেছেন প্রচুর বই। আদিবাসীদের কাজের জন্য তিনি বিখ্যাত। এজন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছেন। তার শতাধিক বইয়ের মধ্যে হাজার চুরাশির মা অন্যতম। মহাশ্বেতা দেবী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন। তাঁর উল্লেখযােগ্য লেখনীসম্ভার থেকে বাংলাপ্রকাশ প্রকাশ করেছে কিশােরসমগ্র ও প্রেমের গল্প। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন সার্ক সাহিত্য পুরস্কার (২০০৭), পদ্মবিভূষণ (২০০৬) ও র্যামন ম্যাগসেসে (১৯৯৭) পুরস্কার। উল্লেখযােগ্য লেখনীহাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, তিতুমীর, অগ্নিগর্ভ এবং ডাস্ট অন দ্যা রােড।