অধ্যাপক ড. হারুন-অর-রশিদ (জন্ম: ২৭ অক্টোবর ১৯৫৪) বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের উপাচার্য (২০১৩-২০২১) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিলেকশান গ্রেডের অধ্যাপক ও উপ-উপাচার্য (২০০৯-২০১২) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হারুন-অর-রশিদ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনীতি ও রাষ্ট্রচিন্তা নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে *The Foreshadowing of Bangladesh 1906-1947* এবং *বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়* বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ রচনা প্রকল্পের প্রধান হিসেবে গবেষণায় নিয়োজিত এবং বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।
...
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ (জন্ম: ২৭ অক্টোবর ১৯৫৪) বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের উপাচার্য (২০১৩-২০২১) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিলেকশান গ্রেডের অধ্যাপক ও উপ-উপাচার্য (২০০৯-২০১২) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হারুন-অর-রশিদ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনীতি ও রাষ্ট্রচিন্তা নিয়ে তাঁর গবেষণা উল্লেখযোগ্য। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে *The Foreshadowing of Bangladesh 1906-1947* এবং *বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়* বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ রচনা প্রকল্পের প্রধান হিসেবে গবেষণায় নিয়োজিত এবং বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।