মারুফ রসূল।
জন্ম: ১৯ ফাল্গুন, ১৩৯৩: ০৩ মার্চ, ১৯৮৭, ঢাকায়।
লেখাপড়া: গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। রক্তকিংশুক তার অষ্টম উপন্যাস।
প্রকাশিত অন্যান্য উপন্যাসগুলাে: একটি উপন্যাসের গল্প(২০১১), শূন্যের ভেতর ঢেউ (২০১২), হৃদয়দানিতে শ্বেত অপরাজিতা(২০১৩), ছায়াপথিকের বাতিঘর(২০১৪), রন্দ্রপ্রহর(২০১৫), কাঁচা দুধের গন্ধ (২০১৭), আনন্দী (২০১৮), মুহূর্ত থামাে, তুমি সুন্দর (২০১৯)। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের বক্তব্য-বিবৃতি ও স্মারকলিপিগুলাে নিয়ে তাঁর সম্পাদিত গ্রন্থ গণজাগরণ মঞ্চ থেকে বলছি প্রকাশিত হয় ২০১৫ সালে।
...
মারুফ রসূল।
জন্ম: ১৯ ফাল্গুন, ১৩৯৩: ০৩ মার্চ, ১৯৮৭, ঢাকায়।
লেখাপড়া: গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। রক্তকিংশুক তার অষ্টম উপন্যাস।
প্রকাশিত অন্যান্য উপন্যাসগুলাে: একটি উপন্যাসের গল্প(২০১১), শূন্যের ভেতর ঢেউ (২০১২), হৃদয়দানিতে শ্বেত অপরাজিতা(২০১৩), ছায়াপথিকের বাতিঘর(২০১৪), রন্দ্রপ্রহর(২০১৫), কাঁচা দুধের গন্ধ (২০১৭), আনন্দী (২০১৮), মুহূর্ত থামাে, তুমি সুন্দর (২০১৯)। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের বক্তব্য-বিবৃতি ও স্মারকলিপিগুলাে নিয়ে তাঁর সম্পাদিত গ্রন্থ গণজাগরণ মঞ্চ থেকে বলছি প্রকাশিত হয় ২০১৫ সালে।