কেতন শেখ জন্ম ২৮শে জুলাই ঢাকায়। শৈশব ও স্কুলজীবন কেটেছে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ভূমিকায়। একই বয়স থেকে লেখালেখির শুরু প্রথমে গান ও কবিতা এরপর ছােটগল্প, উপন্যাস, নাটক । পেশায় অর্থনীতিবিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং বর্তমানে লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিস্টারে অর্থনীতির সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত। সাহিত্যে বিচরণ দীর্ঘদিনের। প্রথম কাব্যগ্রন্থ চতুষ্পথ প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-এ। এছাড়া কাজল (২০১৩), নীল গাড়ি ও সাদা স্বপ্ন (২০১৪), অধরা অনুরাগ (২০১৫) ও অভিসরণ (২০১৫) তার আলােচিত উপন্যাস। ব্যক্তিজীবনে সদালাপী ও আড্ডাপরায়ণ। স্ত্রী ও ...
বিস্তারিত দেখুন
কেতন শেখ জন্ম ২৮শে জুলাই ঢাকায়। শৈশব ও স্কুলজীবন কেটেছে ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ভূমিকায়। একই বয়স থেকে লেখালেখির শুরু প্রথমে গান ও কবিতা এরপর ছােটগল্প, উপন্যাস, নাটক । পেশায় অর্থনীতিবিদ। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এবং বর্তমানে লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিস্টারে অর্থনীতির সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত। সাহিত্যে বিচরণ দীর্ঘদিনের। প্রথম কাব্যগ্রন্থ চতুষ্পথ প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-এ। এছাড়া কাজল (২০১৩), নীল গাড়ি ও সাদা স্বপ্ন (২০১৪), অধরা অনুরাগ (২০১৫) ও অভিসরণ (২০১৫) তার আলােচিত উপন্যাস। ব্যক্তিজীবনে সদালাপী ও আড্ডাপরায়ণ। স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে থাকেন ইংল্যান্ডের এইসবারীতে।