জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল আমেরিকার অ্যালবামা শহরের মনরােভিলে। হারপার লী নামে তিনি অধিক পরিচিত। তার পুরাে নাম নেন হারপার লী। বাবা আমাসা কোলম্যান লী । মা ফ্রান্সিস কানিংহাম ফিচ। তার বাবা মনরােভিলের একজন নামজাদা সিনেটর ছিলেন। তিনি কিছুদিন একটা দৈনিকের সম্পাদকও ছিলেন।
হারপার লী ১৯৪৫-১৯৪৯ সালে অ্যালবামা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়ালেখা শেষ করেন। এর পরে তিনি অক্সফোর্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন। অবশ্য লী পড়াশােনা শেষ হবার আগেই নিউ ইয়র্ক শহরে চলে আসেন এবং সাহিত্য রচনায় মনােনিবেশ করেন। ১৯৬০ সালে তাঁর কালজয়ী উপন্যাস 'টু কিল এ মকিংবার্ড’ প্রকাশিত হয়।
তিনি অ্যা� ...
বিস্তারিত দেখুন
জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল আমেরিকার অ্যালবামা শহরের মনরােভিলে। হারপার লী নামে তিনি অধিক পরিচিত। তার পুরাে নাম নেন হারপার লী। বাবা আমাসা কোলম্যান লী । মা ফ্রান্সিস কানিংহাম ফিচ। তার বাবা মনরােভিলের একজন নামজাদা সিনেটর ছিলেন। তিনি কিছুদিন একটা দৈনিকের সম্পাদকও ছিলেন।
হারপার লী ১৯৪৫-১৯৪৯ সালে অ্যালবামা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়ালেখা শেষ করেন। এর পরে তিনি অক্সফোর্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন। অবশ্য লী পড়াশােনা শেষ হবার আগেই নিউ ইয়র্ক শহরে চলে আসেন এবং সাহিত্য রচনায় মনােনিবেশ করেন। ১৯৬০ সালে তাঁর কালজয়ী উপন্যাস 'টু কিল এ মকিংবার্ড’ প্রকাশিত হয়।
তিনি অ্যালবামা শহরের মনরােভিলেই ২০১৬ সালের সালের ১৯ ফেব্রুয়ারি পরলােকগমন করেন।