কবি ও ছড়াশিল্পী বেণীমাধব সরকার ১৯৫৩ খ্রি. ২ অক্টোবর, বাংলা ১৩৬০ সনের ১৫ আশ্বিন, শুক্রবার ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার দধিঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা গৌরদাস সরকার এবং মাতা মতিমালা সরকার। তাঁর পিতা ছিলেন একজন স্বনামধন্য প্রধান শিক্ষক। বেণীমাধব সরকার নিজ গ্রামে অবস্থিত সেনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। ১৯৭১ খ্রি. রােয়াইল হাই স্কুল থেকে এস.এস.সি পাস করেন। কলেজ পর্যায়ে লেখাপড়া করেন সাভার কলেজ ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৭ খ্রি. বাংলায় এম.এ. পাস করেন। কর্মজীবনে সিঙ্গাইর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান এবং ছাত্রছাত্রীদের প্রিয় স� ...
বিস্তারিত দেখুন
কবি ও ছড়াশিল্পী বেণীমাধব সরকার ১৯৫৩ খ্রি. ২ অক্টোবর, বাংলা ১৩৬০ সনের ১৫ আশ্বিন, শুক্রবার ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার দধিঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা গৌরদাস সরকার এবং মাতা মতিমালা সরকার। তাঁর পিতা ছিলেন একজন স্বনামধন্য প্রধান শিক্ষক। বেণীমাধব সরকার নিজ গ্রামে অবস্থিত সেনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। ১৯৭১ খ্রি. রােয়াইল হাই স্কুল থেকে এস.এস.সি পাস করেন। কলেজ পর্যায়ে লেখাপড়া করেন সাভার কলেজ ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৭ খ্রি. বাংলায় এম.এ. পাস করেন। কর্মজীবনে সিঙ্গাইর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান এবং ছাত্রছাত্রীদের প্রিয় স্যার। বাল্যকাল থেকেই সাহিত্যচর্চা করে আসছেন। নবম শ্রেণির ছাত্র থাকাকালীন তার লেখা পত্রিকায় প্রকাশিত হয়। অদ্যবধি সেই প্রকাশের ধারা অব্যাহত গতিতে চলছে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকায় প্রতিনিয়ত তার। লেখা প্রকাশিত হচ্ছে। শিশু-সাহিত্য ও সমকালীন ছড়া-সাহিত্যের ক্ষেত্রে তিনি বিশেষ স্থান করে নিয়েছেন। গান ও গল্পও লেখেন। বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। পুরস্কার : নাট্যপ্রজন্ম সিংগাইরের “সম্মাননা২০০৬, বাইমাইল বিজয় দিবস উদযাপন। পরিষদের “বিজয় দিবস পুরস্কার-২০১১”, সাভারস্থ সিংগাইর সমিতির “শহীদ রফিক বিশেষ সম্মাননা-২০১৬", ইউনিসেফের “মীনা মিডিয়া এওয়ার্ড-২০১৬।