১৯৩০ সালের ২৩ মার্চ আয়েশা ফয়েজের জন্ম হয়। তার নানা বাড়ি বারহাট্টার কৈলাটি গ্রামে। তার বাবা শেখ আবুল হােসেন, মা খায়রুন নেসা। ১৯৪৪ সালের ফেব্রুয়ারির আট তারিখ তার বিয়ে। হয় ফয়জুর রহমানের সাথে। পুলিশ অফিসার স্বামীর সাথে সাথে তিনি তার ছেলেমেয়েদের নিয়ে সিলেট, জগদল, পঞ্চগড়, রাঙামাটি, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও পিরােজপুরে ছিলেন। ১৯৭১ সালে পিরােজপুরে থাকাকালীন সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে তার স্বামীর মৃত্যুর পর তাঁকে। একটি ভয়ংকর জীবনের মুখােমুখি হতে হয়। স্বাধীনতার পর তিনি তার ছয় ছেলেমেয়ে নিয়ে ঢাকায় সম্পূর্ণ অনিশ্চিত একটি জীবন শুরু করেন। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে সহায় সম্বলহীন এই জননী বুক আগলে তার ছেলেমেয়েদ� ...
বিস্তারিত দেখুন
১৯৩০ সালের ২৩ মার্চ আয়েশা ফয়েজের জন্ম হয়। তার নানা বাড়ি বারহাট্টার কৈলাটি গ্রামে। তার বাবা শেখ আবুল হােসেন, মা খায়রুন নেসা। ১৯৪৪ সালের ফেব্রুয়ারির আট তারিখ তার বিয়ে। হয় ফয়জুর রহমানের সাথে। পুলিশ অফিসার স্বামীর সাথে সাথে তিনি তার ছেলেমেয়েদের নিয়ে সিলেট, জগদল, পঞ্চগড়, রাঙামাটি, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও পিরােজপুরে ছিলেন। ১৯৭১ সালে পিরােজপুরে থাকাকালীন সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে তার স্বামীর মৃত্যুর পর তাঁকে। একটি ভয়ংকর জীবনের মুখােমুখি হতে হয়। স্বাধীনতার পর তিনি তার ছয় ছেলেমেয়ে নিয়ে ঢাকায় সম্পূর্ণ অনিশ্চিত একটি জীবন শুরু করেন। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে সহায় সম্বলহীন এই জননী বুক আগলে তার ছেলেমেয়েদের রক্ষা করে মানুষ করেন। তাঁর ছয় ছেলেমেয়ে হুমায়ুন আহমেদ, সুফিয়া হায়দার, মুহম্মদ জাফর ইকবাল, মমতাজ শহীদ, আহসান হাবীব ও রােখসানা আহমেদ সবাই নিজ নিজ ক্ষেত্রে কর্মরত এবং প্রতিষ্ঠিত।