আশাপূর্ণা দেবীর জন্ম ১৩১৬ বঙ্গাব্দ। সেকালের রক্ষণশীল পরিবারে জন্ম, তাই স্কুলে-কলেজে যাননি, যা-কিছু পড়াশােনা বাড়িতে। খুব অল্পবয়স থেকেই লিখছেন।। সাহিত্যজীবনের শুরু ছােটদের রচনা দিয়ে। মাত্র তেরাে বছর বয়সে প্রথম কবিতা ছাপা হয় ‘শিশুসাথী’ পত্রিকায়। পরবর্তী রচনা একটি গল্প, সেটিও ছাপা হয় ‘শিশুসাথী’ পত্রিকাতেই। কবিতাটির নাম—বাইরের ডাক আর। গল্পটির নাম— ‘পাশাপাশি। শুধুই ছােটদের জন্য লিখেছেন ১৩২৯ সাল থেকে একটানা চোদ্দো বছর। বড়দের জন্য লেখা প্রথম গল্প ১৩৪৩ সালে, শারদীয়া আনন্দবাজার। পত্রিকায়। প্রেম ও প্রয়ােজন’ প্রথম উপন্যাস, ১৩৫১ সালে কমলা পাবলিশিং থেকে প্রকাশিত। শতাধিক গ্রন্থের লেখিকা আশাপূর্ণা দেবী জ্ঞ� ...
বিস্তারিত দেখুন
আশাপূর্ণা দেবীর জন্ম ১৩১৬ বঙ্গাব্দ। সেকালের রক্ষণশীল পরিবারে জন্ম, তাই স্কুলে-কলেজে যাননি, যা-কিছু পড়াশােনা বাড়িতে। খুব অল্পবয়স থেকেই লিখছেন।। সাহিত্যজীবনের শুরু ছােটদের রচনা দিয়ে। মাত্র তেরাে বছর বয়সে প্রথম কবিতা ছাপা হয় ‘শিশুসাথী’ পত্রিকায়। পরবর্তী রচনা একটি গল্প, সেটিও ছাপা হয় ‘শিশুসাথী’ পত্রিকাতেই। কবিতাটির নাম—বাইরের ডাক আর। গল্পটির নাম— ‘পাশাপাশি। শুধুই ছােটদের জন্য লিখেছেন ১৩২৯ সাল থেকে একটানা চোদ্দো বছর। বড়দের জন্য লেখা প্রথম গল্প ১৩৪৩ সালে, শারদীয়া আনন্দবাজার। পত্রিকায়। প্রেম ও প্রয়ােজন’ প্রথম উপন্যাস, ১৩৫১ সালে কমলা পাবলিশিং থেকে প্রকাশিত। শতাধিক গ্রন্থের লেখিকা আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, পেয়েছেন। রবীন্দ্র পুরস্কার। দুটি পুরস্কারই প্রথম। প্রতিশ্রুতি’ উপন্যাসের জন্য। ট্রিলজির প্রথম গ্রন্থ এটি। অন্য দুটি গ্রন্থ— ‘সুবর্ণলতা ও বকুলকথা'। ১৯৯৪ সালে নির্বাচিত হয়েছেন সাহিত্য অকাদেমির ফেলাে।। প্রয়াণ ১৩ জুলাই ১৯৯৫।