আখতার উদ্দিন মানিক-এর জন্ম ১লা জানুয়ারি ১৯৫৩, শাহজাদপুর, সিরাজগঞ্জ। মাতা উম্মে সা’দত নূর খাতুন। পিতা আব্দুল ওয়াহেদ মিয়া। তিনি একজন লব্ধপ্রতিষ্ঠ ইতিহাস-ঐতিহ্য গবেষক হিসেবে বিরল সম্মাননা অর্জন করেছেন। বিস্মৃতপ্রায় অতীত-ঐতিহ্যের সত্য উঘাটনে ব্রতী হয়ে একের পর এক লিখে চলেছেন, উন্মােচন করে চলেছেন কালের ধূলােয় চাপা বিস্মৃতপ্রায় ঐতিহাসিক সব ঘটনাবলি । ইতােমধ্যে এ-পার বাংলা ওপার বাংলার সুধিসমাজে উল্লেখযােগ্য পরিচিতি লাভ করেছেন। তিনি শৈশব অবধি প্রগতিশীল চিন্তা-চেতনায় বিশ্বাসী। প্রচুর পড়াশােনা করেন, গবেষণা করেন, ভ্রমণ করেন আর লেখালেখি করেন। ইতিহাস গবেষণায় তিনি নির্মোহ দৃষ্টিভঙ্গি পােষণ করেন। তিনি ভক্তিবাদের ঘাের � ...
বিস্তারিত দেখুন
আখতার উদ্দিন মানিক-এর জন্ম ১লা জানুয়ারি ১৯৫৩, শাহজাদপুর, সিরাজগঞ্জ। মাতা উম্মে সা’দত নূর খাতুন। পিতা আব্দুল ওয়াহেদ মিয়া। তিনি একজন লব্ধপ্রতিষ্ঠ ইতিহাস-ঐতিহ্য গবেষক হিসেবে বিরল সম্মাননা অর্জন করেছেন। বিস্মৃতপ্রায় অতীত-ঐতিহ্যের সত্য উঘাটনে ব্রতী হয়ে একের পর এক লিখে চলেছেন, উন্মােচন করে চলেছেন কালের ধূলােয় চাপা বিস্মৃতপ্রায় ঐতিহাসিক সব ঘটনাবলি । ইতােমধ্যে এ-পার বাংলা ওপার বাংলার সুধিসমাজে উল্লেখযােগ্য পরিচিতি লাভ করেছেন। তিনি শৈশব অবধি প্রগতিশীল চিন্তা-চেতনায় বিশ্বাসী। প্রচুর পড়াশােনা করেন, গবেষণা করেন, ভ্রমণ করেন আর লেখালেখি করেন। ইতিহাস গবেষণায় তিনি নির্মোহ দৃষ্টিভঙ্গি পােষণ করেন। তিনি ভক্তিবাদের ঘাের বিরােধী, তার ধারণা ভক্তিবাদ মানুষকে সত্যনিষ্ঠ হতে বাধা দেয়। তার একটি গুরুত্বপূর্ণ শখ বই সংগ্রহ করা। যার অধিকাংশই ইতিহাস ও ঐতিহ্য ঘনিষ্ঠ। তিনি একজন ভ্রমণপিপাসু মানুষ। এরই মধ্যে তিনি ১৮টি দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ইউডিপিএস নামক একটি জাতীয় সমাজসেবামূলক প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি তার গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য বহু প্রতিষ্ঠান থেকে সম্মাননা লাভ করেছেন।