আহসান কবির জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৬৭। খুলনার খালিশপুরে। ছােটকাল কেটেছে ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশাল ক্যাডেট কলেজে। কলেজজীবন শেষে যােগ দিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে।। নৌবাহিনীর শিক্ষানবীশ অফিসার হিসেবে পড়তে এসেছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সালে চাকরি হারানাের পর বদলে ফেলেন তার জীবন। এরপর বিচিত্র অভিজ্ঞতা! কখনাে টিউশনি, কখনাে কোচিং সেন্টারে ক্লাস নেয়া, কখনাে সিকিউরিটি অফিসারের পেশায় পার করেছেন সময়। '৯৫ সালে কিছুদিনের জন্য যায় যায় দিন এর সহযােগি প্রকাশনা, সাপ্তাহিক মৌচাকে। টিল-এ কাজ করেছেন। ১৯৯৮ সালে যায় যায় দিন প্রতিদিন-এ যােগ দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর কাজ করেছেন প্রথম আলাে, মানবজম� ...
বিস্তারিত দেখুন
আহসান কবির জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৬৭। খুলনার খালিশপুরে। ছােটকাল কেটেছে ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশাল ক্যাডেট কলেজে। কলেজজীবন শেষে যােগ দিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে।। নৌবাহিনীর শিক্ষানবীশ অফিসার হিসেবে পড়তে এসেছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সালে চাকরি হারানাের পর বদলে ফেলেন তার জীবন। এরপর বিচিত্র অভিজ্ঞতা! কখনাে টিউশনি, কখনাে কোচিং সেন্টারে ক্লাস নেয়া, কখনাে সিকিউরিটি অফিসারের পেশায় পার করেছেন সময়। '৯৫ সালে কিছুদিনের জন্য যায় যায় দিন এর সহযােগি প্রকাশনা, সাপ্তাহিক মৌচাকে। টিল-এ কাজ করেছেন। ১৯৯৮ সালে যায় যায় দিন প্রতিদিন-এ যােগ দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর কাজ করেছেন প্রথম আলাে, মানবজমিন, মাতৃভূমি ও আমার দেশ পত্রিকায়। প্রথম আলাের আলপিন-এ প্রকাশিত তার রম্যরচনাগুলাে জনপ্রিয় হয়েছিল। এরপর আমার দেশ-এর রম্য সাময়িকী ভিমরুল-এর প্রথম একশােটি সংখ্যা সম্পাদনা করেছেন। বর্তমানে একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠান বিভাগে কর্মরত।