আবদুল্লাহ আল ইমরান শৈশব, কৈশােরের মােহগ্রস্ততা থেকে লেখালেখি করছেন এক যুগেরও বেশি সময় ধরে। বুকের ভেতর এক টুকরাে সবুজ নিয়ে খুলনা থেকে ঢাকা এসেছিলেন। ঝলমলে নাগরিক প্রলােভনেও সে গেরুয়া অনুভূতি মুছে যায়নি। যায়নি বলেই ইমরানের লেখালেখি বড় অংশ জুড়ে থাকে প্রান্তিক মানুষের নিয়ত সংগ্রাম, উঠে আসে বারােয়ারি উপলব্ধিতে ঠাসা মােহান্ধ জীবনের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে পড়াশােনা শেষ করে পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সােসাইটির (ডিইউআইটিএস) প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান জিতেছেন ২১তম টেলিভিশন বিতর্ক প্রতিযােগিতার (সংসদীয় ধারা) চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বক্তার পু� ...
বিস্তারিত দেখুন
আবদুল্লাহ আল ইমরান শৈশব, কৈশােরের মােহগ্রস্ততা থেকে লেখালেখি করছেন এক যুগেরও বেশি সময় ধরে। বুকের ভেতর এক টুকরাে সবুজ নিয়ে খুলনা থেকে ঢাকা এসেছিলেন। ঝলমলে নাগরিক প্রলােভনেও সে গেরুয়া অনুভূতি মুছে যায়নি। যায়নি বলেই ইমরানের লেখালেখি বড় অংশ জুড়ে থাকে প্রান্তিক মানুষের নিয়ত সংগ্রাম, উঠে আসে বারােয়ারি উপলব্ধিতে ঠাসা মােহান্ধ জীবনের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে পড়াশােনা শেষ করে পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সােসাইটির (ডিইউআইটিএস) প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান জিতেছেন ২১তম টেলিভিশন বিতর্ক প্রতিযােগিতার (সংসদীয় ধারা) চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বক্তার পুরস্কারও। এছাড়াও নৈমত্তিক নাগরিক ভােগান্তি নিয়ে সচেতনতা তৈরিতে ‘ঘরের খেয়ে বনের মােষ তাড়ানাের স্বীকৃতি হিসেবে গত বছরের শেষে পেয়েছেন। ‘যমুনা টেলিভিশন দুরন্ত বাংলাদেশ’ সম্মাননা। আবদুল্লাহ আল ইমরানের স্ত্রী সানজিদা পারভীন তিনি একজন শৌখিন চিত্র শিল্পী। পেশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।