আমজাদ হোসেন (জন্ম :১৯৫৪) বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, নাট্যকার, গল্পকার ও ঔপন্যাসিক। ১৯৫৮ সালে তাঁর য়ৌবনের প্রথম কবিতা ছাপা হয় পশ্চিমবঙ্গের ‘দেশ’ পত্রিকায়। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় ছাপা হয় ছোটগল্প ‘স্থিরচিত্র’। ছোটগল্প ও উপন্যাসের অবদানের জন্য পরপর দুইবার অগ্রণী ব্যাঙ্ক পুরস্কার (১৯৯৩-৯৪) এবং বাংলা একাডেমী পুরস্কারে (২০০৪) ভূষিত হোন। এছাড়া তিনি নাটক ও চলচ্চিত্রের জন্য পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি ( ইউ এস এস আর উইম্যান অ্যাসোসিয়েশন এবং ইউ এস এস আর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সুভেনর পুরস্কারসহ) পুরস্কার। আমজাদ হোসেন ১৯৯৩ সালে একুশে পদকে ভূষিত হোন।
...
আমজাদ হোসেন (জন্ম :১৯৫৪) বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, নাট্যকার, গল্পকার ও ঔপন্যাসিক। ১৯৫৮ সালে তাঁর য়ৌবনের প্রথম কবিতা ছাপা হয় পশ্চিমবঙ্গের ‘দেশ’ পত্রিকায়। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় ছাপা হয় ছোটগল্প ‘স্থিরচিত্র’। ছোটগল্প ও উপন্যাসের অবদানের জন্য পরপর দুইবার অগ্রণী ব্যাঙ্ক পুরস্কার (১৯৯৩-৯৪) এবং বাংলা একাডেমী পুরস্কারে (২০০৪) ভূষিত হোন। এছাড়া তিনি নাটক ও চলচ্চিত্রের জন্য পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি ( ইউ এস এস আর উইম্যান অ্যাসোসিয়েশন এবং ইউ এস এস আর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সুভেনর পুরস্কারসহ) পুরস্কার। আমজাদ হোসেন ১৯৯৩ সালে একুশে পদকে ভূষিত হোন।