মামুন সিদ্দিকী (১৯৭৮) প্রাবন্ধিক ও গবেষক। জন্ম মামার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘােলখার গ্রামে, পিতৃভূমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দিঘিরপাড়প্রজাপতি গ্রামে। মাতা সুরাইয়া বেগম, পিতা বঙ্গবন্ধু আইন। কলেজের প্রভাষক অ্যাডভােকেট খায়রুল ইসলাম। আধুনিক বাংলার সাংস্কৃতিক জাগরণ ও বুদ্ধিবৃত্তিক ইতিহাস। তার অন্বেষার বিষয় । ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ে। অনুসন্ধিৎসু। মানববিদ্যা ও স্থানীয় ইতিহাসের আলােকে ইতিহাস পুনর্গঠনে মনােযােগী। গবেষণা, প্রবন্ধ, জীবনী,। গল্প, স্মারকগ্রন্থ, রচনাবলি ইত্যাদি মিলিয়ে গ্রন্থসংখ্যা ২৪। স্বীকত জার্নালে প্রকাশিত হয়েছে দশটিরও বেশি প্রবন্ধ। জাতীয় ও আন্তর্জাতিক ইতিহ� ...
বিস্তারিত দেখুন
মামুন সিদ্দিকী (১৯৭৮) প্রাবন্ধিক ও গবেষক। জন্ম মামার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘােলখার গ্রামে, পিতৃভূমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দিঘিরপাড়প্রজাপতি গ্রামে। মাতা সুরাইয়া বেগম, পিতা বঙ্গবন্ধু আইন। কলেজের প্রভাষক অ্যাডভােকেট খায়রুল ইসলাম। আধুনিক বাংলার সাংস্কৃতিক জাগরণ ও বুদ্ধিবৃত্তিক ইতিহাস। তার অন্বেষার বিষয় । ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ে। অনুসন্ধিৎসু। মানববিদ্যা ও স্থানীয় ইতিহাসের আলােকে ইতিহাস পুনর্গঠনে মনােযােগী। গবেষণা, প্রবন্ধ, জীবনী,। গল্প, স্মারকগ্রন্থ, রচনাবলি ইত্যাদি মিলিয়ে গ্রন্থসংখ্যা ২৪। স্বীকত জার্নালে প্রকাশিত হয়েছে দশটিরও বেশি প্রবন্ধ। জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনে কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান (১৯৯৮) ও স্নাতকোত্তর (১৯৯৯)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে ‘আবদুল রসুল ও বাংলার রাজনীতি বিষয়ে এমফিল (২০১৬) । বর্তমানে ঢাকা। বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে পিএইচডি গবেষণারত । যুক্ত ছিলেন বেশ কিছু উল্লেখযােগ্য গবেষণাকর্মে। এর মধ্যে রয়েছে : গবেষণা সহযােগী, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ গবেষণা। প্রকল্প (বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০২); গবেষক, ‘আখতার হামিদ খান স্মারকগ্রন্থ। প্রকাশনা প্রকল্প (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, ২০০২২০০৪)। বর্তমানে যুক্ত : জেলা সমন্বয়কারী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ (বাংলাদেশ এশিয়াটিক। সােসাইটি, ২০১৪) এবং ভূক্তি নির্ধারক ও লেখক, বাংলা চরিতাভিধান' প্রকল্প (উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৬)। মুক্তিযুদ্ধ জাদুঘরে কাজ করেছেন গবেষণা কর্মকর্তা হিসেবে। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনের সহযােগী হিসেবে সম্পাদনা করছেন ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা'। গ্রন্থমালায় এ পর্যন্ত বের হয়েছে ৩১টি গ্রন্থ। গবেষণায় অবদানের জন্য লাভ করেছেন ‘বিনয় সাহিত্য সংসদ সম্মাননা' (২০১৬)।