দিপু সরকার ১৯৯২ সালের ১৭ই মার্চ ঢাকায়। জন্মগ্রহণ করেন, পৈতৃক নিবাস। পিরােজপুর জেলার বিন্না গ্রামে। . এইচ. কে. সরকার ও মৃদুলা রাণী সরকারের বড় ছেলে তিনি। তিনি ও তার ভাই সবুজ সরকার বেড়ে ওঠেন বরিশাল। শহরে । বরিশাল জিলা স্কুল থেকে ২০০৭ সালে। এস. এস. সি. ও অমৃতলাল দে কলেজ থেকে ২০০৯ সালে এইচ. এস. সি. পাস করেন।। এরপর বাংলাদেশ প্রকোশল বিশ্ববিদ্যালয় (BUET) এ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। (CSE) বিষয়ে থেকে স্নাতক সম্পন্ন করেন। ছােট বেলা থেকেই তিনি গণিত ও বিজ্ঞানের প্রতি। আগ্রহী। বর্তমানে তিনি বাংলাদেশ গণিত। অলিম্পিয়াড টিমের সাথে কাজ করে যাচ্ছেন। এছাড়া ২০১০ সালে থেকেই বরিশালে ADO Science Club এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
...
দিপু সরকার ১৯৯২ সালের ১৭ই মার্চ ঢাকায়। জন্মগ্রহণ করেন, পৈতৃক নিবাস। পিরােজপুর জেলার বিন্না গ্রামে। . এইচ. কে. সরকার ও মৃদুলা রাণী সরকারের বড় ছেলে তিনি। তিনি ও তার ভাই সবুজ সরকার বেড়ে ওঠেন বরিশাল। শহরে । বরিশাল জিলা স্কুল থেকে ২০০৭ সালে। এস. এস. সি. ও অমৃতলাল দে কলেজ থেকে ২০০৯ সালে এইচ. এস. সি. পাস করেন।। এরপর বাংলাদেশ প্রকোশল বিশ্ববিদ্যালয় (BUET) এ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। (CSE) বিষয়ে থেকে স্নাতক সম্পন্ন করেন। ছােট বেলা থেকেই তিনি গণিত ও বিজ্ঞানের প্রতি। আগ্রহী। বর্তমানে তিনি বাংলাদেশ গণিত। অলিম্পিয়াড টিমের সাথে কাজ করে যাচ্ছেন। এছাড়া ২০১০ সালে থেকেই বরিশালে ADO Science Club এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।