এ.বি.এম. নুরুল হক ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম.এ. পাশ করেন। কিছু সময় শিক্ষকতা করার পর ১৯৬৪ সালে তৎকালিন পাকিস্তানের বৃহত্তম বীমা কোম্পানী ইষ্টার্ন ফেডারেল ইউনিয়ন ইন্স্যুবেন্স কোম্পানী লিঃ এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। জনাব হক দেশে বিদেশে বীমার উপর উচ্চতর প্রশিক্ষন লাভ করেন। তিনি এদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দক্ষ বীমাবিদ। তাঁর লেখা জীবন বীমা বিক্রয় ব্যবস্থাপনা, ইসলামী বীমা (তাকাফুল) এবং Thoughts on Insurance নামক তিনখানা বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন ইনষ্টিটিউট, একাডেমী এবং শিক্ষা প্রতিষ্টানে অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষন দান করে থাকেন। এছাড়া সেমিনার, সিম্পোডিজয়াম ও ওয়ার্কশপ অনুষ্ঠান ও সংগঠনে আন্তর্জাতিক সুনাম অর্জন করেছেন। বইপত্র সংগ্রহ ও পড়া এবং লেখালেখি করে অবসর সময় পার করেন। তিনি রোটারী ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।
...
এ.বি.এম. নুরুল হক ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম.এ. পাশ করেন। কিছু সময় শিক্ষকতা করার পর ১৯৬৪ সালে তৎকালিন পাকিস্তানের বৃহত্তম বীমা কোম্পানী ইষ্টার্ন ফেডারেল ইউনিয়ন ইন্স্যুবেন্স কোম্পানী লিঃ এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। জনাব হক দেশে বিদেশে বীমার উপর উচ্চতর প্রশিক্ষন লাভ করেন। তিনি এদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দক্ষ বীমাবিদ। তাঁর লেখা জীবন বীমা বিক্রয় ব্যবস্থাপনা, ইসলামী বীমা (তাকাফুল) এবং Thoughts on Insurance নামক তিনখানা বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন ইনষ্টিটিউট, একাডেমী এবং শিক্ষা প্রতিষ্টানে অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষন দান করে থাকেন। এছাড়া সেমিনার, সিম্পোডিজয়াম ও ওয়ার্কশপ অনুষ্ঠান ও সংগঠনে আন্তর্জাতিক সুনাম অর্জন করেছেন। বইপত্র সংগ্রহ ও পড়া এবং লেখালেখি করে অবসর সময় পার করেন। তিনি রোটারী ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।