মােঃ গােলাম কিবরিয়া সরকার । আর.জে. কিবরিয়া হিসেবে পরিচিত রেডিও শ্রোতামহলে। এগার বছরের রেডিও ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় অনুষ্ঠান। রেডিও টুডে তে ২০০৬ সালে যােগ দেন। কথাবন্ধু হিসেবে। এখন ডেপুটি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২ এ। বর্তমানে তার পরিকল্পনা এবং উপস্থাপনায় এবিসি রেডিওতে “হ্যালাে ৮৯২০ যাহা বলিব সত্য বলিব” এবং “ডর” নামে তিনটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। কিবরিয়া ১ম বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন লােক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এমফিল করেছেন ঐ একই বিশ্ববিদ্যালয়ে। এবিসি রেডিওতে কাজের পাশাপাশি মাছরাঙা টেলিভিশন ও ইউল্যাব বিশ্ববিদ ...
বিস্তারিত দেখুন
মােঃ গােলাম কিবরিয়া সরকার । আর.জে. কিবরিয়া হিসেবে পরিচিত রেডিও শ্রোতামহলে। এগার বছরের রেডিও ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় অনুষ্ঠান। রেডিও টুডে তে ২০০৬ সালে যােগ দেন। কথাবন্ধু হিসেবে। এখন ডেপুটি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২ এ। বর্তমানে তার পরিকল্পনা এবং উপস্থাপনায় এবিসি রেডিওতে “হ্যালাে ৮৯২০ যাহা বলিব সত্য বলিব” এবং “ডর” নামে তিনটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। কিবরিয়া ১ম বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন লােক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এমফিল করেছেন ঐ একই বিশ্ববিদ্যালয়ে। এবিসি রেডিওতে কাজের পাশাপাশি মাছরাঙা টেলিভিশন ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। এছাড়াও কাজ করেছেন বিবিসি জানালা ও অনলাইন রেডিও লেমন টুয়েন্টি ফোর এ। ইলেকট্রনিক গণমাধ্যমে তাঁর অবদানের জন্যে তিনি ওয়ার্ল্ড সামিট ইয়ুথ এ্যাওয়ার্ড এবং পরপর তিন বার ইউনিসেফ কর্তৃক মীনা এ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত “পাবলিক এডমিনিষ্ট্রেশন ইন সাউথ এশিয়াঃ ইন্ডিয়া, বাংলাদেশ এন্ড পাকিস্তান। বাংলাদেশে ই ভােটিং এর উপর একমাত্র বই ‘ই ভােটিং ও ডিজিটাল প্রসঙ্গে’র সহলেখক তিনি। এছাড়াও অমর একুশে গ্রন্থ মেলা ২০১৬ তে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে জীবনের গল্প পার্ট-১। যা বিভিন্ন মহলে প্রসংশা অর্জন করেছে।